📅 প্রকাশিত: ২২ জুন ২০২৫
✍️ আমার বাংলাদেশ ডেস্ক
তেহরান-ওয়াশিংটন:
ইরানের তিনটি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র সরাসরি হামলা চালিয়েছে বলে ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান স্থাপনাগুলো।
রোববার (২২ জুন) বিবিসি এক প্রতিবেদনে জানায়, ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক বার্তায় বলেন—
"আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় অত্যন্ত সফল হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে রয়েছে।"
💣 ফোর্দোতে ‘পূর্ণ শক্তির বোমা হামলা’
ট্রাম্প দাবি করেন, ফোর্দো স্থাপনায় ‘পূর্ণ শক্তির বোমা হামলা’ চালানো হয়েছে। সব মার্কিন বিমান নিরাপদে যুক্তরাষ্ট্রে ফেরার পথে রয়েছে বলেও জানান তিনি।
"আমাদের মহান আমেরিকান যোদ্ধাদের অভিনন্দন! পৃথিবীতে আর কোনো সেনাবাহিনী নেই যারা এই কাজ করতে পারত। এখন শান্তির সময়।"
⚠️ ইরানের প্রতিক্রিয়া ও হুঁশিয়ারি
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে এই যুদ্ধে সক্রিয়ভাবে জড়ায়, তাহলে তা ‘সবার জন্য বিপজ্জনক’ হবে। তিনি বলেন,
"যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে অংশ নেয়, তবে তা তাদের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে।"
১৮ জুন এক টেলিভিশন ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন,
"ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে আমেরিকা অপূরণীয় ক্ষতির মুখে পড়বে।"
❗ মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে
যুক্তরাষ্ট্রের এই সরাসরি হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক মহলে যুদ্ধ ছড়িয়ে পড়ার আতঙ্ক বাড়ছে।
#ইরান #যুক্তরাষ্ট্র #পরমাণুহামলা #মধ্যপ্রাচ্যসংঘাত #ফোর্দো #নাতাঞ্জ #ইস্পাহান #ডোনাল্ডট্রাম্প #ইরানইসরায়েলযুদ্ধ #আমারবাংলাদেশ
