Subscribe Us

চাঁদাবাজির সময় তাঁতি দল নেতাকে গণপিটুনি দিলেন হকাররা

 📅 প্রকাশিত: ২১ জুন ২০২৫

✍️ আমার বাংলাদেশ ডেস্ক 

 



আশুলিয়া (ঢাকা):
ঢাকার আশুলিয়ার নবীনগর-চন্দ্রা হাইওয়ে সড়কের ফুটপাতে চাঁদা তোলার সময় গণপিটুনির শিকার হয়েছেন ঢাকা জেলা তাঁতি দলের সভাপতি মো. জাকির হোসেন ওরফে ছোচা জাকির। স্থানীয় হকার ও এলাকাবাসী তার ওপর ক্ষুব্ধ হয়ে গণধোলাই দেন। শনিবার (২১ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

🎯 কি ঘটেছিল?

প্রত্যক্ষদর্শীরা জানান, ছোচা জাকির প্রতিদিনের মতো হকারদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের চেষ্টা করলে ক্ষুব্ধ হকাররা তাকে ধাওয়া করে।
নিজেকে বাঁচাতে পাশের দারুল এহসান ট্রাস্টের একটি নিরাপত্তা কক্ষে আশ্রয় নিলেও উত্তেজিত জনতা সেখান থেকেও টেনে বের করে পুনরায় গণপিটুনি দেয়।

📌 হকারদের অভিযোগ

স্থানীয়দের অভিযোগ, ছোচা জাকির দীর্ঘদিন ধরে নবীনগর-চন্দ্রা সড়কসহ আশপাশের ফুটপাত থেকে নিয়মিত চাঁদা আদায় করছিলেন। প্রতিবাদ করলেই হুমকি দিতেন। এক হকার বলেন,

"জাকির আমাদের রক্ত চুষে খাচ্ছিল। আজ আর সহ্য করতে পারিনি, সবাই মিলে প্রতিরোধ করেছি।"

⚠️ রাজনৈতিক ছত্রচ্ছায়া!

এলাকাবাসীর অভিযোগ, ছোচা জাকিরের পেছনে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতার প্রত্যক্ষ মদদ ছিল। এজন্য এতদিন কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে পারেনি।

📢 প্রশাসনের অবস্থান

আশুলিয়া থানার এক কর্মকর্তা জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।
তাদের আশঙ্কা,

"জাকিরের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সে আবার ফিরে এসে নির্যাতন করবে।"

রাজনৈতিক সংগঠনের বক্তব্য

ধামসোনা ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক স্বপন হোসেন বলেন,

“৫ আগস্টের পর থেকে তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি। ফুটপাতে চাঁদাবাজিসহ এমন কোনো অপকর্ম নেই যা সে দলের নাম ভাঙিয়ে করছে না। আমরা তার বিচার চাই।”

অভিযোগের বিষয়ে জাকির হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।




#আশুলিয়া #চাঁদাবাজি #গণপিটুনি #ঢাকানিউজ #তাঁতিদল #ছোচাজাকির #বাংলাদেশসংবাদ #আমারবাংলাদেশ #রাজনৈতিকঅবক্ষয়



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!