Subscribe Us

গাজায় অতর্কিত হামলায় ইসরায়েলের ৭ সেনা নিহত, আইডিএফর হুমকি পাল্টা অভিযানের

0 Amer Bangladesh

 

আমার বাংলাদেশ ডেস্ক:

ফিলিস্তিনের গাজার খান ইউনিসে অতর্কিত বিস্ফোরণে ইসরায়েলি বাহিনীর ৭ সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। বুধবার (২৫ জুন) ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) ঘটনার সত্যতা নিশ্চিত করে ছয়জন নিহত সেনার নাম প্রকাশ করেছে। তারা সবাই কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের সদস্য ছিলেন।


প্রাপ্ত তথ্যে জানা গেছে, নিহত সেনারা একটি ‘পুমা’ সাঁজোয়া পার্সোনেল ক্যারিয়ারে (এপিসি) অবস্থান করছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে গাড়িটিতে বিস্ফোরণ ঘটান। এতে গাড়িটিতে আগুন ধরে যায় এবং সেনারা প্রাণ হারান।


নিহত ছয়জন হলেন: লেফটেন্যান্ট মাতান শাই ইয়াশিনভস্কি, স্টাফ সার্জেন্ট রোনেল বেন-মোশে, স্টাফ সার্জেন্ট নিভ রাডিয়া, সার্জেন্ট রোনেন শাপিরো, সার্জেন্ট শাহার মানোয়াভ এবং সার্জেন্ট মায়ান বারুচ পার্লস্টেইন।


এ সময় পাশে থাকা অগ্নিনির্বাপক দল এবং সেনারা আগুন নেভাতে চেষ্টা চালান। পরে একটি বুলডোজারের সহায়তায় যানটি বালু দিয়ে ঢেকে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং গাজা থেকে ইসরায়েলের ভেতরে সরিয়ে নেওয়া হয়।


এছাড়া একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে খান ইউনিসে আরও একটি সংঘর্ষ ঘটে। সেখানে হামাস যোদ্ধারা ৫১তম ব্যাটালিয়নের ওপর ট্যাঙ্কবিধ্বংসী গোলাবারুদ দিয়ে হামলা চালায়। এতে দুজন সেনা আহত হন, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।


আইডিএফ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তারা জানিয়েছে, প্রয়োজন হলে গাজায় অভিযানের মাত্রা আরও বাড়ানো হবে। 


#ইসরায়েল_হামলা  

#গাজা_সংঘর্ষ  

#ফিলিস্তিন_ইসরায়েল  

#আইডিএফ  

#আমার_বাংলাদেশ  

#আন্তর্জাতিক_সংবাদ  

#যুদ্ধ_সংবাদ  

#মধ্যপ্রাচ্য_সংঘাত  

#হামাস  

#ইসরায়েলি_সেনা  

#গাজা  

#CombatEngineeringCorps  

#PumaAPC

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

About Us

Amerbangladesh.xyz একটি স্বাধীন অনলাইন নিউজ ওয়েবসাইট, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ সংবাদ সহজ ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়। আমরা সত্য, নিরপেক্ষতা ও পাঠকের আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তথ্যভিত্তিক কনটেন্ট উপস্থাপন করি।