Subscribe Us

মালয়েশিয়ায় উগ্রবাদে জড়িত অভিযোগে গ্রেপ্তার ৩৬ বাংলাদেশি

 

  মালয়েশিয়ায় বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ায় উগ্রবাদী মতাদর্শে জড়িত থাকার অভিযোগে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৭ জুন) মালয়েশিয়ান সংবাদমাধ্যম Malay Mail-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ এপ্রিল থেকে মালয়েশিয়ার সেলাঙ্গর ও জোহর রাজ্যে তিন দফা অভিযান চালিয়ে এই গ্রেপ্তার করা হয়।

মন্ত্রী জানান,

  • ৫ জন-এর বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা চলছে,

  • ১৫ জনকে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে এবং

  • ১৬ জনের বিরুদ্ধে এখনো তদন্ত চলছে।

বিশেষ শাখার গোয়েন্দা তৎপরতায় উঠে আসে, এই চরমপন্থি গোষ্ঠী আইএস (ইসলামিক স্টেট)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে মালয়েশিয়ায় কৌশলে প্রচার চালিয়ে আসছিল।
তারা স্থানীয় বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে গোপনভাবে নিয়োগ কেন্দ্র গড়ে তোলে। এদের লক্ষ্য ছিল উগ্রবাদ ছড়িয়ে সন্ত্রাসে অর্থায়ন এবং এমনকি নিজ দেশের সরকার পতনের ষড়যন্ত্র।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,

"মালয়েশিয়া কোনো উগ্রবাদী গোষ্ঠীর নিরাপদ আশ্রয়স্থল হতে দেবে না। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।"

তিনি আরও বলেন,

"আমরা ভবিষ্যতেও দেশি-বিদেশি গোয়েন্দা সংস্থার সহযোগিতায় এমন তৎপরতা জোরদার করব। যারা মালয়েশিয়াকে উগ্রবাদ বা সন্ত্রাসের ট্রানজিট হিসেবে ব্যবহার করতে চাইবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!