ইসরাইলের সাম্প্রতিক হামলায় নিহত ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও বিজ্ঞানীদের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা আগামী শনিবার (২৮ জুন) অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এবং ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এ তথ্য জানা গেছে।
জানানো হয়েছে, রাজধানী তেহরানে স্থানীয় সময় সকাল ৮টা থেকে জানাজার কার্যক্রম শুরু হবে। গত ১২ দিনে ইসরাইলি আগ্রাসনে নিহত শহীদদের সম্মানে এই রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হবে।
ইরানি জনগণের মধ্যে এই ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করছে। রাজধানীসহ বিভিন্ন প্রদেশে ইতোমধ্যেই বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। ইরান সরকার বলছে, এই হামলার জন্য ইসরাইলকে মূল্য চুকাতে হবে।
বিশ্লেষকরা মনে করছেন, ইসরাইল-ইরান উত্তেজনা আরও চরমে পৌঁছাতে পারে, যা গোটা মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের জন্ম দিতে পারে।
#ইরান #ইসরাইল #মধ্যপ্রাচ্য #IranIsraelConflict #IranCommanderFuneral #ইরানি_জানাজা #ইরান_সংবাদ #AmerBangladesh
