📅 প্রকাশিত: ২৩ জুন ২০২৫
✍️ আমার বাংলাদেশ ডেস্ক
ইসরায়েলজুড়ে আতঙ্ক!
দফায় দফায় সাইরেন বাজছে, আর সেই সঙ্গে একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে শহরগুলো। ইরান থেকে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।
🚨 কোন কোন এলাকায় হামলা?
➡️ আসদোদ
➡️ লাচিস শহর
➡️ পশ্চিম জেরুজালেম সংলগ্ন এলাকা
টাইমস অব ইসরায়েল জানিয়েছে,
"সাইরেন বাজা মাত্র **ইসরায়েলি সংসদ (নেসেট)-এর সদস্যরা দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান।"
❌ সংবাদ সংগ্রহে বিধিনিষেধ
ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরে সাংবাদিকদের রিপোর্ট করা নিষিদ্ধ করা হয়েছে। ফলে জর্ডান থেকে সংবাদ সংগ্রহ করছেন অনেক আন্তর্জাতিক সাংবাদিক।
আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।
📌 পরিস্থিতির ভয়াবহতা
➡️ নিরবচ্ছিন্ন সাইরেন
➡️ প্রচণ্ড বিস্ফোরণের শব্দ
➡️ বিপর্যস্ত জনজীবন
🗣️ বিশ্লেষকরা বলছেন—
এটি ইরান-ইসরায়েল যুদ্ধের সবচেয়ে ভয়াবহ ধাপ হতে পারে। ইসরায়েলের কেন্দ্রস্থলেও এখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
#IranAttack #IsraelCrisis #BreakingNews #Jerusalem #MiddleEastConflict #AmarBangladesh
