Subscribe Us

গাজায় ‘যুদ্ধবিরতি’ শিগগিরই আসছে: জানালেন ট্রাম্প

0 Amer Bangladesh

 

✍️ Amer Bangladesh প্রতিবেদক | ২৫ জুন ২০২৫

ইরান-ইসরায়েল সংঘর্ষের পর গাজা অঞ্চলে যুদ্ধবিরতি নিকট ভবিষ্যতে আসতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে ট্রাম্প বলেন, গাজায় যুদ্ধবিরতির জন্য উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং খুব শিগগিরই শান্তির বার্তা পাওয়া যাবে।

ট্রাম্প বলেন,

“ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন ও ইসরায়েলি হামলা এক বিধ্বংসী আক্রমণ ছিল, যার ফলে তেহরান যুদ্ধবিরতির দিকে আগ্রহী হয়েছে। তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র ধ্বংস হয়েছে।”

তিনি আরও বলেন,

“গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে হামলা পারমাণবিক কর্মসূচিকে কয়েক মাস পিছিয়ে দিয়েছে, তবে তারা আসলে সঠিক তথ্য জানে না। এটা সম্পূর্ণ ধ্বংস।”

 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও একইসঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচির ব্যাপক ক্ষতির কথা স্বীকার করেছেন। তিনি উল্লেখ করেন,

“তেহরানের পারমাণবিক সুবিধাগুলো এখন আগের থেকে অনেক পিছিয়ে রয়েছে।”

এদিকে, আন্তর্জাতিক সম্প্রদায়ও গাজায় শান্তি ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা জানিয়ে আসছে।


🔖 #গাজা #যুদ্ধবিরতি #Trump #IranIsraelConflict #AmerBangladesh

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

About Us

Amerbangladesh.xyz একটি স্বাধীন অনলাইন নিউজ ওয়েবসাইট, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ সংবাদ সহজ ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়। আমরা সত্য, নিরপেক্ষতা ও পাঠকের আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তথ্যভিত্তিক কনটেন্ট উপস্থাপন করি।