আমার বাংলাদেশ ডেস্ক:
ইরানের ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্র ধ্বংসের সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২০ জুন) নিউজার্সির মোরিস্টাউন মিউনিসিপাল বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। খবর টাইমস অব ইসরায়েলের।
ট্রাম্প বলেন, ‘আসলে ইসরায়েলের সক্ষমতা খুবই সীমিত। তারা হয়তো ফোরদোর ছোট একটি অংশ ধ্বংস করতে পারবে, কিন্তু অনেক গভীরে যেতে পারবে না। তাদের সেই ক্ষমতা নেই। তবে সম্ভবত এর প্রয়োজন পড়বে না।’
তিনি আরও বলেন, ‘ইসরায়েল যেহেতু বর্তমানে জয়ের পথে রয়েছে, তাই তাদের এখন হামলা বন্ধ করতে বলা আমার জন্য সহজ নয়। কেউ যদি জয়ী হয়, তাকে থামতে বলা কঠিন হয়ে পড়ে। তবে আমরা আলোচনার জন্য প্রস্তুত আছি এবং ইরানের সঙ্গেও কথা বলছি। কী হয়, দেখা যাক।’
ট্রাম্পের দাবি, চলমান যুদ্ধে ইসরায়েল ইরানের তুলনায় বেশ ভালো করছে। তবে ইরান ইউরোপের সঙ্গে আলোচনায় আগ্রহী নয় বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও দুই সপ্তাহ সময় প্রয়োজন হবে।
ইরান বলছে, ‘আলোচনার আগে আগ্রাসন বন্ধ করুক ইসরায়েল’
এদিকে দখলদার ইসরায়েলের হামলা চলাকালীন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না বলে জানিয়েছে ইরান। সুইজারল্যান্ডের জেনেভায় ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে বৈঠক শেষে এমন ঘোষণা দেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
তিনি বলেন, ‘ইসরায়েলের আগ্রাসন বন্ধ হলে এবং ইরানে চালানো জঘন্য হামলার জন্য আন্তর্জাতিক বিচার নিশ্চিত করা হলে আমরা কূটনৈতিক সমাধান বিবেচনা করব। ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশে পরিচালিত হচ্ছে। এসব স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আত্মরক্ষার অধিকার প্রয়োগ ইরান অব্যাহত রাখবে।’
ইরাকের অভিযোগ, ৫০টি ইসরায়েলি যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘন করেছে
অন্যদিকে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনেছে ইরাক।
ইরাকের জাতিসংঘ প্রতিনিধি আব্বাস কাযম ওবায়েদ আল-ফাতলাওয়ি জানান, ‘ইসরায়েলের ৫০টি যুদ্ধবিমান ইরাকের আকাশসীমায় অনুপ্রবেশ করেছে। এই ধরনের ঘটনা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন। বসরা, নাজাফ ও কারবালা শহরের আকাশসীমা অতিক্রম করেছে এসব যুদ্ধবিমান। এ ধরনের হুমকি আমাদের জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।’
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
✍ আমার বাংলাদেশ নিউজ
আপনার দেশ, আপনার কণ্ঠস্বর
Tags:
#ইরান #ইসরায়েল #ট্রাম্প #পরমাণু #মধ্যপ্রাচ্য #জাতিসংঘ #আমারবাংলাদেশ
.jpg)