Subscribe Us

৬ সন্তানের জননী পরকীয়া প্রেমিকের সঙ্গে উধাও: ইউএনও সহকারীর সম্পৃক্ততার অভিযোগ

 

৬ সন্তানের জননী আয়েশা ও পরকীয়া প্রেমিক মুরাদ হাওলাদার

ভোলার চরফ্যাশনে ৬ সন্তানের জননী উধাও: পরকীয়ায় সহযোগিতার অভিযোগ ইউএনও সহকারীর বিরুদ্ধে
ভোলার চরফ্যাশনের আলোচিত ঘটনা—৬ সন্তানের জননী উধাও হয়েছেন পরকীয়া প্রেমিকের সঙ্গে। স্বামী ও সন্তানদের ছেড়ে তিন সন্তানকে সঙ্গে নিয়ে তিনি গোপনে ঘর ছাড়েন। ঘটনায় জড়িয়ে পড়েছে ইউএনও অফিস সহকারী সোহাগ হাওলাদারের নামও।

চরফ্যাশনের বাসিন্দা ইয়াকুব মিস্ত্রির স্ত্রী আয়েশা ২৫ জুন সকালে ঘর থেকে বের হন। পরে জানা যায়, তিনি পরকীয়া প্রেমিক মুরাদ হাওলাদারের সঙ্গে উধাও হয়েছেন।
এ বিষয়ে স্বামী চরফ্যাশন থানায় স্ত্রীর সন্ধান চেয়ে জিডি করেন। পরে তার পুত্র ইয়াছিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন।

চরফ্যাশন থানার ওসি জানান, ৬ সন্তানের জননী উধাও হওয়ার ঘটনায় পুলিশ তাকে উদ্ধার করেনি, বরং তিনি নিজেই থানায় এসে জানান তিনি আগের স্বামীকে তালাক দিয়েছেন ও মুরাদের সঙ্গে বিয়ে করেছেন।

স্বামী ইয়াকুব মিস্ত্রি সংবাদকর্মীদের জানান, “আমি কোনোদিন ভাবিনি ১৯ বছরের সংসার জীবনের পর আমার স্ত্রী পরকীয়া করে এভাবে উধাও হয়ে যাবে!”
তিনি অভিযোগ করেন, ইউএনও অফিস সহকারী সোহাগ ও মুরাদ মিলেই তার পরিবার ভাঙার পেছনে দায়ী।

সন্তান ইয়াছিন জানায়, “আমার মাকে সোহাগ টাকা, স্বর্ণালংকার ও নতুন ঘরের লোভ দেখাতো। আমার বাবা ছিলেন সহজ-সরল। এই সুযোগেই আমার মা চলে গেছেন।”

অভিযোগের মুখে ইউএনও অফিস সহকারী সোহাগ বলেন, “আমি এই বিষয়ে জড়িত না।”
এদিকে ইউএনও রাসনা শারমিন মিথি জানান, “আমি লিখিত অভিযোগ পেয়েছি এবং থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।”


FAQ (প্রশ্নোত্তর):

Q1: ৬ সন্তানের জননী কোথা থেকে উধাও হয়েছেন?
উ: ভোলার চরফ্যাশনের নিজ বাড়ি থেকে তিন সন্তানসহ উধাও হন আয়েশা নামের ওই নারী।

Q2: কে পরকীয়া প্রেমিক?
উ: মুরাদ হাওলাদার নামে এক যুবকের সঙ্গে তার সম্পর্ক ছিল বলে অভিযোগ।

Q3: ইউএনও’র অফিস সহকারীর বিরুদ্ধে কী অভিযোগ?
উ: স্বামী ও সন্তানদের দাবি, সোহাগ হাওলাদার নামের ইউএনও অফিস সহকারী আয়েশাকে মুরাদের সঙ্গে সম্পর্ক করতে সহযোগিতা করেছেন।

Q4: এখন আয়েশার কী অবস্থা?
উ: তিনি থানায় এসে জানান, মুরাদকে বিয়ে করেছেন এবং আগের স্বামীকে তালাক দিয়েছেন।

Q5: স্বামীর অভিযোগ কী?
উ: স্বামী ইয়াকুব মিস্ত্রি থানায় মামলা করতে গেলে ওসি টাকা নিয়ে মামলা না নিয়ে গ্রাম আদালতে যাওয়ার পরামর্শ দেন বলে অভিযোগ।  

৬সন্তানেরজননীউধাও #পরকীয়া #চরফ্যাশন #ভোলা_খবর #UNOfficeScandal #ParokiyaNews #BangladeshCrime  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!