Subscribe Us

চরমোনাই পীরকে মাহফিল করতে দেবো না" — জাতীয়তাবাদী ওলামা দলের দাঁতভাঙা হুঁশিয়ারি!

 

জাতীয় প্রেসক্লাবে সরাসরি হুঁশিয়ারি, চরমোনাই পীরের সম্পদের হিসাব দাবি করলো বিএনপিপন্থী ওলামা দল

জাতীয় প্রেসক্লাবে সরাসরি হুঁশিয়ারি, চরমোনাই পীরের সম্পদের হিসাব দাবি করলো বিএনপিপন্থী ওলামা দল

জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজা চরমোনাই পীরের বিরুদ্ধে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন

সোমবার (১৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি বলেন,

“বাংলার জমিনে তোমাকে মাহফিল করতে দেবো না। দাঁত দুইটা আওয়ামী লীগ ভেঙেছে, বাকিগুলো আমরা ভেঙে দিবো।”

তিনি আরও বলেন,

“তোমরা বলেন ভিক্ষা করে চলো, অথচ এত সম্পদের মালিক হও কীভাবে? ওলামা দল দুদকে অভিযোগ দেবে। সম্পদের হিসাব দিতে হবে।”

চরমোনাই পীর সম্প্রতি বিএনপির বিরুদ্ধে কিছু বক্তব্য দিয়েছেন বলে দাবি করেন সেলিম রেজা।
এ প্রসঙ্গে তিনি বলেন,

“জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য করবো না। চেয়ারপারসন হুকুম দিলে তোমাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো।”

চরমোনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতা। সম্প্রতি তিনি বিএনপি ও সমমনা দলগুলোর বিরুদ্ধে কিছু মন্তব্য করায় ওলামা দল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।

ওলামা দল জানিয়েছে, চরমোনাই পীরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক)-এ লিখিত অভিযোগ দেওয়া হবে।
তাদের দাবির ভিত্তি— পীর সাহেবের সম্পদের উৎস নিয়ে রয়েছে বড় প্রশ্ন।


 #চরমোনাই_পীর #ওলামা_দল #বিএনপি #মাহফিল #দুদক #রাজনীতি #ইসলামিক_রাজনীতি #জাতীয়_প্রেসক্লাব #বাংলাদেশ_সংবাদ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!