📍 নড়াইল প্রতিনিধি | আমার বাংলাদেশ
নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি সাজ্জাদুল ইসলাম এক অভিনব পদ্ধতিতে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। দলীয় রাজনীতির কারণে নানাভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ এনে তিনি দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে নিজ গ্রামের বাড়ি আগদিয়ায় স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসীর সামনে তিনি এই ঘোষণা দেন। এক বালতি ও গামলা ভর্তি দুধ দিয়ে গোসল করেন এবং বলেন, "এই দুধ দিয়ে আমার রাজনৈতিক জীবন ধুয়ে ফেললাম।"
সাজ্জাদুল বলেন, “আমি ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে অনেক দিন ধরে জড়িত ছিলাম। কিন্তু দলের অভ্যন্তরে অজ্ঞতা, স্বেচ্ছাচারিতা ও ষড়যন্ত্রে আমি বারবার আহত হয়েছি – মানসিক, সামাজিক এবং অর্থনৈতিকভাবে।”
তিনি আরও জানান, দলের কারণে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকার পতনের পর তাঁর বাড়িতে হামলা চালানো হয়, জেল খাটতে হয়েছে, এমনকি জেলে থাকার সময় তাঁর বাবা মারা যান।
“ক্ষমতায় থাকতে কোনো সুবিধা পাইনি, কারও ক্ষতিও করিনি। তবুও দলীয় রাজনীতির জন্য আমাকে মূল্য দিতে হয়েছে,”— বলেন তিনি।
সাজ্জাদুলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তাঁর পরিবার। ফুফু সোনিয়া বেগম বলেন, “আমার ভাতিজা আর রাজনীতি করবে না। এটা আমাদের জন্য স্বস্তির।”
ঘটনাস্থলে পথচারীদের মধ্যে কৌতূহল দেখা দেয়। অনেকেই থেমে গিয়ে দেখেন এই ব্যতিক্রমী পদত্যাগের দৃশ্য। স্থানীয় এক পথচারী আরাফাত মোল্যা বলেন, “দেখলাম মানুষ ভিড় করছে, গিয়ে দেখি একজন দুধ দিয়ে গোসল করছে। পরে শুনি উনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করছেন।”
এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে গোসলের ছবি ও ভিডিও। অনেকেই এটিকে রাজনৈতিক বঞ্চনার এক প্রতীকী প্রতিবাদ হিসেবে দেখছেন।
🟢 আমার বাংলাদেশ নিউজ ডেস্ক | সত্যের পক্ষে, জনগণের সাথে।
