Subscribe Us

নেত্রকোনায় সাংবাদিকদের হাত কাটার হুমকি: বিএনপি নেতার বক্তব্যে তোলপাড়


নেত্রকোনার মদনে সংবাদ প্রকাশের জেরে তিন সাংবাদিককে ‘হাত কেটে নেওয়ার’ হুমকি দিয়েছেন বিএনপির এক স্থানীয় নেতা। শুক্রবার (১০ অক্টোবর) বিকালে মদন পৌরসভার দেওয়ানবাজার রোড এলাকায় আয়োজিত মানববন্ধনে এই হুমকি দেন মদন পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে তোলপাড় সৃষ্টি করেছে।

🔹 সংবাদ প্রকাশের জেরে উত্তেজনা

সম্প্রতি মদন উপজেলার একটি সড়কের সংস্কারকাজ শেষ হয়। স্থানীয়দের অভিযোগ—মানসম্মত কাজ না করেই প্রকল্পের কাজ শেষ করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে ক্ষুব্ধ হন সংশ্লিষ্ট ঠিকাদার ও বিএনপির কয়েকজন নেতাকর্মী।

এর পরদিন ঠিকাদারের প্রতিনিধি আবদুল্লাহ আল রোমান তিন সাংবাদিকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেন। শুক্রবার বিকেলে ‘মদন পৌরবাসীর’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে সাংবাদিকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন কামরুজ্জামান চন্দন।

🔹 চন্দনের হুমকি: “প্রয়োজনে হাত কেটে দেওয়া হবে”

মানববন্ধনে দেওয়া দেড় মিনিটের বক্তব্যে চন্দন বলেন,

“আমি নিন্দা ও প্রতিবাদ জানাই—এই হৃদয়, নিজাম, তোফাজ্জল, তোমরা চাঁদাবাজির চিন্তাভাবনা ছেড়ে ভালো হয়ে যাও। আমরা কিন্তু ভালো মানুষ না খুব একটা, অনেক কিছু পারি। প্রয়োজনে হাত কেটে দেওয়া হবে।

ভিডিওতে দেখা যায়, উপস্থিত নেতাকর্মীরা হাততালি ও স্লোগান দিচ্ছেন তার বক্তব্যের পরপরই।

🔹 ভয় ও নিরাপত্তাহীনতায় সাংবাদিকরা

হুমকির শিকার তিন সাংবাদিক হলেন—

  • ফয়েজ আহমেদ (হৃদয়), দৈনিক কালের কণ্ঠ

  • নিজাম উদ্দিন, আমার দেশ পত্রিকা

  • তোফাজ্জল হোসেন, দৈনিক যুগান্তর

তারা জানান, প্রকাশ্যে এমন হুমকি তাদের পেশাগত জীবনে ভয় ও অনিরাপত্তা তৈরি করেছে।

জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী বলেন,

“একজন রাজনৈতিক নেতা প্রকাশ্যে সাংবাদিকদের হাত কেটে নেওয়ার হুমকি দিতে পারেন না। এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।”

🔹 আত্মপক্ষ সমর্থনে বিএনপি নেতা

শনিবার বিকেলে যোগাযোগ করা হলে কামরুজ্জামান চন্দন বলেন,

“রাস্তার কাজ নিয়ে এলাকায় ক্ষোভ ছিল। স্থানীয়রা বলেছিল সাংবাদিকরা টাকা চেয়েছিল। আমি মানুষকে শান্ত করতে গিয়ে বেশি বলে ফেলেছি। এখন বুঝতে পারছি, কথাটা বলা ঠিক হয়নি।”

স্থানীয় সাংবাদিক সমাজ বিষয়টির সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

📍 স্থান: মদন, নেত্রকোনা
✍️ প্রতিবেদন: আমের বাংলাদেশ নিউজ ডেস্ক

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!