দোহায় আলোচনার পর তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।
রোববার ভোরে কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। আলোচনায় মধ্যস্থতা করেছে কাতার ও তুরস্ক।
গত দুই সপ্তাহে দুই দেশের সীমান্তে ভয়াবহ সংঘর্ষে শতাধিক প্রাণহানি ও হাজারো আহতের ঘটনা ঘটে।
এবার শান্তির পথে এগোচ্ছে দুই মুসলিম প্রতিবেশী দেশ।
কাতার জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর রাখতে দুই দেশ ফলোআপ বৈঠক করবে শিগগিরই।
বিশ্লেষকরা বলছেন, এটি হতে পারে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতার নতুন সূচনা।
🕊️ দোহার আকাশে এবার শান্তির বার্তা!
#আন্তর্জাতিক_খবর #Pakistan #Afghanistan #Qatar #WarCeasefire #DohaPeaceTalks #বাংলাদেশনিউজ
