Subscribe Us

বিএনপি নেতাকর্মীদের বাধায় ভণ্ডুল জামায়াতের নির্বাচনি সভা ফরিদপুরে


 ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলায় জামায়াতে ইসলামীর আয়োজিত এক নির্বাচনি জনসভা ও যোগদান অনুষ্ঠান ভণ্ডুল করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সালথা উপজেলা জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল ফজল মুরাদ এ অভিযোগ করেন।

অধ্যাপক মুরাদ জানান, শনিবার বিকেল ৩টার দিকে রামকান্তপুর ইউনিয়নের নিধুপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামায়াতের নির্বাচনি জনসভা ও যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পাল্টা সভার ঘোষণা দিয়ে তাদের শান্তিপূর্ণ সভাস্থলটি দখলের চেষ্টা চালায় এবং অনুষ্ঠান ভণ্ডুল করে দেয়।

তিনি বলেন, “বিএনপির কিছু নেতাকর্মী অন্যায়ভাবে তিন-চারটি ব্যানার তৈরি করে আমাদের প্রতিটি কর্মসূচি নস্যাৎ করার চেষ্টা করছে। আমরা বর্তমানে চরম আতঙ্ক ও হুমকির মধ্যে রয়েছি।”

এ সময় তিনি ঘটনাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার বলেন, “জামায়াতের ওই সভাস্থলে স্থানীয় বিএনপির এক নেতা জামায়াতে যোগদানের কথা ছিল। তাই কিছু নেতাকর্মী বাধা দিয়েছে বলে শুনেছি।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান, উপজেলা আমির অধ্যাপক আবুল ফজল মুরাদ, নায়েবে আমির আজিজুর রহমান মজনু, সেক্রেটারি তরিকুল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা মিকাইল হোসেন, শ্রমিক কল্যাণের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী, মাঝারদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ওলিউজ্জামান ও জামায়াত নেতা কাজী সায়েম প্রমুখ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!