কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের চরকাঠালিয়া গ্রামে বসতভিটা ও গরুর খামারের জমি দখল এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। শনিবার (১১ অক্টোবর) বিকেলে কুমিল্লা জেলা মৎস্য ভবনের পাশে টাইমস নিউজের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন স্থানীয় দলিল লেখক আশিক ছফিউল্লাহ।
আশিক ছফিউল্লাহ বলেন, স্থানীয় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ মজনু, সাবেক যুবদল সভাপতি আব্দুল হাই মিলন, আবুল কালাম, তার ভাই আবুল কাশেম ও সেলিম মিয়ার নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র গ্রামবাসীকে ভয়ভীতি দেখিয়ে তার জমি দখলের চেষ্টা করছে।
তিনি অভিযোগ করেন, চক্রটির সঙ্গে দাউদকান্দি এলাকার কিছু দুষ্কৃতিকারীও যুক্ত হয়েছে। তারা গত ৭ অক্টোবর দুপুরে ৪০–৫০ জন লোক নিয়ে এসে তার খামার ও বসতভিটার জমিতে অজ্ঞাত ব্যক্তির নামে সাইনবোর্ড টাঙিয়ে দেয়।
বিষয়টি জানার পর আশিক সাইনবোর্ডগুলো সরিয়ে ফেললে, সন্ধ্যায় একটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে ফোন করে তাকে রক্ত দিয়ে গোসল করানোর হুমকি দেওয়া হয়।
তিনি বলেন,আমি ও আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় আছি। বাধ্য হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছি। প্রশাসনের কাছে নিরাপত্তা ও আইনি সহায়তা চাই।”
বাদ সম্মেলনে আশিক ছফিউল্লাহ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ, সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
কুমিল্লা জমি দখল, বিএনপি নেতা, প্রাণনাশের হুমকি, আশিক ছফিউল্লাহ, মেঘনা উপজেলা, চরকাঠালিয়া গ্রাম, সংবাদ সম্মেলন
