📍 তেহরান | ২৫ জুন ২০২৫
ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ফলে ‘মারাত্মক ক্ষয়ক্ষতি’ হয়েছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘেই। তিনি জানান, এ হামলার ফলে ইরানের পরমাণু কর্মসূচি দশক পিছিয়ে গেছে।
➡️ ভারতের এনডিটিভি এবং আল জাজিরা-কে দেওয়া সাক্ষাৎকারে বাঘেই বলেন,
“আমাদের পরমাণু সক্ষমতা কার্যত ধ্বংস হয়ে গেছে।”
তবে মার্কিন গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (DIA) একে কিছুটা ভিন্নভাবে মূল্যায়ন করেছে। সংস্থাটি জানিয়েছে,
✅ ফোর্দো, নাতানজ ও ইসফাহান এলাকায় কিছু ক্ষতি হলেও তা সম্পূর্ণ ধ্বংস নয়,
✅ পুনরুদ্ধার সম্ভব বলে ধারণা সংস্থার।
ট্রাম্পের বক্তব্য:
ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোয়েন্দা প্রতিবেদনের মূল্যায়ন প্রত্যাখ্যান করে বলেন,
“আমি হিরোশিমা বা নাগাসাকির উদাহরণ দিতে চাই না, তবে এই হামলাই যুদ্ধ বন্ধ করেছে।”
ট্রাম্প আরও বলেন,
➡️ “এই হামলা না হলে ইরান-ইসরায়েল যুদ্ধ এখনও চলত।”
➡️ “ডিআইএ ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানে না, তা জানতে ইসরায়েলের রিপোর্ট দরকার।”
