বাঙলা কলেজে ছাত্রদলের হাতে ছাত্রলীগ সদস্য আটক, বাধা শিবির ও বৈছাআ’র
📍 আমার বাংলাদেশ ডেস্ক | ২৫ জুন ২০২৫, ঢাকা:
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বাঙলা কলেজের বাংলা বিভাগের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে কলেজ ছাত্রদল। আটককৃত শিক্ষার্থীর নাম হিমেল খন্দকার, যিনি বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র।
বুধবার (২৫ জুন) দুপুরে কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের কর্মীরা তাকে চিহ্নিত করে আটক করে। পরে দারুসসালাম থানায় সোপর্দ করার সময় বাধা সৃষ্টি করে ইসলামী ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সদস্য।
বিষয়টি নিশ্চিত করে বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান বলেন, “হিমেল ছাত্রলীগের সদস্য হিসেবে দীর্ঘদিন ক্যাম্পাসে সক্রিয় ছিল। তাই আমরা তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছি।”
তিনি আরও দাবি করেন, “আটকের সময় শিবির ও বৈছাআর কয়েকজন কর্মী আমাদের বাধা দেয়। তবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
দারুসসালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) “আমার বাংলাদেশ”কে বলেন, “হিমেল খন্দকারকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, কলেজ প্রশাসন এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
