📅 প্রকাশিত: ২২ জুন ২০২৫
✍️ আমার বাংলাদেশ ডেস্ক
মস্কো:
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের ক্লাস্টার বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া।
এই হামলাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলেও মন্তব্য করেছে মস্কো।
রোববার (২২ জুন) আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে তৃতীয় বিশ্বযু/দ্ধের ঝুঁকির কারণ বলে আখ্যায়িত করা হয়েছে।
⚠️ ‘পৃথিবীকে তৃতীয় বিশ্বযু/দ্ধের মুখোমুখি করেছে যুক্তরাষ্ট্র’
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়—
> "ইরান-ইসরায়েল সংঘাতে এভাবে সরাসরি যুক্ত হয়ে যুক্তরাষ্ট্র সমগ্র পৃথিবীকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এটা সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত।"
রাশিয়া আরও বলেছে,
> "যুক্তরাষ্ট্র নিজের ভূরাজনৈতিক লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। বিশ্বের শান্তি আজ হুমকির মুখে।"
#Russia #WorldWar3 #IranAttack #US #ClusterBomb #BreakingNews #আমারবাংলাদেশ
