Subscribe Us

এনসিপির নেতৃত্বেই জাতীয় সরকার, পাবে ৩০০ আসন : নাসীরুদ্দীন পাটওয়ারী

0 Amer Bangladesh

 

📅 প্রকাশিত: ২২ জুন ২০২৫
✍️ আমার বাংলাদেশ ডেস্ক

ঢাকা:
আগামীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতৃত্বেই জাতীয় সরকার গঠন হবে বলে দাবি করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (২২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) দলটির নিবন্ধনের প্রাথমিক আবেদন জমা দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন বলেন,

"আজকে গণতান্ত্রিক পুনরুদ্ধারের দিন। ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশে একটি গণ-অভ্যুত্থান হয়েছিল। এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হলো ব্যালট রেভল্যুশনের। জনগণের দল হিসেবে এনসিপি গণ-অভ্যুত্থানকে ধারণ করে নতুন রাজনীতির চর্চা করতে চায়।"

🏛️ ৩০০ আসনের দাবি এনসিপির

তিনি আরও বলেন,

"পার্লামেন্ট এখন খালি রয়েছে। আগামীতে সংস্কার বা ঐকমত্য কমিশনের ৪০০ আসনের মধ্যে ৩০০ আসন এনসিপির ঘরে থাকবে ইনশাল্লাহ। এবারই জাতীয় সংসদে এনসিপি নেতৃত্বে জাতীয় সরকার গঠিত হবে। গণ-অভ্যুত্থানের সংস্কার ও গণপরিষদের কার্যাবলি সম্পন্ন করতে এনসিপি দৃঢ়প্রতিজ্ঞ।"

⚠️ সংসদ সংস্কার ও নতুন রাজনৈতিক উদ্যোগের ঘোষণা

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, জনগণের ম্যান্ডেট নিয়েই ‘ব্যালট রেভল্যুশন’ এর মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে চায় এনসিপি। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গণ-অভ্যুত্থান ও সংস্কারের রাজনীতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।


#এনসিপি #জাতীয়সরকার #নাসীরুদ্দীনপাটওয়ারী #বাংলাদেশরাজনীতি #সংসদসংস্কার #ব্যালটরেভল্যুশন #আমারবাংলাদেশ


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

About Us

Amerbangladesh.xyz একটি স্বাধীন অনলাইন নিউজ ওয়েবসাইট, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ সংবাদ সহজ ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়। আমরা সত্য, নিরপেক্ষতা ও পাঠকের আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তথ্যভিত্তিক কনটেন্ট উপস্থাপন করি।