📅 প্রকাশিত: ২২ জুন ২০২৫
✍️ আমার বাংলাদেশ ডেস্ক
চট্টগ্রাম:
সততা, সঠিক নেতৃত্ব ও আত্মত্যাগে বলীয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (২২ জুন) সকালে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে অনুষ্ঠিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন,
"সমুদ্র বাণিজ্য নির্ভর বাংলাদেশের জন্য জলসীমার নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্ব অনুধাবন করেই নৌবাহিনীকে আজ একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছে।"
⚓ সামুদ্রিক নিরাপত্তায় নৌবাহিনীর ভূমিকা অপরিসীম
তিনি আরও বলেন, সাধারণ মানুষ প্রত্যাশা করে, সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, সম্পদের সুরক্ষা, অপরাধ দমন ও সুশাসন নিশ্চিত করতে নৌবাহিনী সবসময় সক্রিয় থাকবে।
এছাড়া প্রাকৃতিক দুর্যোগ, মানবিক সহায়তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও রাষ্ট্রীয় স্থাপনা নিরাপত্তায় নৌবাহিনীর অবদান প্রশংসনীয় বলে মন্তব্য করেন সেনাপ্রধান।
🎖️ কৃতি প্রশিক্ষণার্থীদের পুরস্কার
অনুষ্ঠানে নৌবাহিনীর ২০২২-বি ব্যাচের ৪৪ জন মিডশিপম্যান এবং ২০২৫-এ ব্যাচের ৮ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসারসহ মোট ৫২ জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। তাদের মধ্যে ৮ জন নারী এবং ৪ জন বিদেশি কর্মকর্তা রয়েছেন।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন—
-
সোর্ড অব অনার: মিডশিপম্যান মেহেদী হাসান মৃধা (এক্স), বিএন
-
নৌ প্রধান স্বর্ণপদক: মিডশিপম্যান মো. মেহেরাব হক তনি (এক্স), বিএন
-
বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক: এ্যাক্টিং সাব-লেফটেন্যান্ট রাজীব দত্ত (শিক্ষা), বিএন
অনুষ্ঠানে তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি কর্মকর্তাগণ ও নবীন কর্মকর্তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
#বাংলাদেশনৌবাহিনী #সেনাপ্রধান #সার্বভৌমত্ব #চট্টগ্রাম #রাষ্ট্রপতিকুচকাওয়াজ #বাংলাদেশ #নবীনকর্মকর্তা #আমারবাংলাদেশ
