Subscribe Us

'আমি তো চার-পাঁচটা নোবেল পাওয়ার যোগ্য'— দাবি ট্রাম্পের

0 Amer Bangladesh

 



বিস্তারিত:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বলে দাবি করেছেন। সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন, ‘আমিই তো চার-পাঁচটা নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। কিন্তু আমাকে দেওয়া হচ্ছে না, কারণ আমি লিবারেল না।’

ট্রাম্পের দাবি, রুয়ান্ডা, কঙ্গো, কসোভো, এমনকি ভারত-পাকিস্তান উত্তেজনা কমাতে তিনি বড় ভূমিকা রেখেছেন। অথচ, তার মতো মানুষদের নোবেল পুরস্কার দেওয়া হয় না— এ অভিযোগ তুলেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

এই বক্তব্যের কয়েকদিন আগেই পাকিস্তান সরকার ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছে। পাকিস্তানের মতে, ভারত-পাকিস্তান সংকটে ট্রাম্পের কূটনৈতিক ভূমিকা যুদ্ধের সম্ভাবনা রোধ করেছে।

পাকিস্তান এক্স-এ (সাবেক টুইটার) লিখেছে, ‘ট্রাম্প সাহেবের নেতৃত্ব ও হস্তক্ষেপ না হলে ভারত-পাকিস্তান যুদ্ধ বাঁধতে পারত।’ তবে ভারত সরকার এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। বরং আগেই জানিয়ে দিয়েছে, তারা কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের মধ্যস্থতা চায় না।

এর আগেও ট্রাম্প অভিযোগ করেছিলেন, আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টায় তার অবদান রাজনৈতিক কারণে স্বীকৃতি পায় না। এখন দেখার বিষয়, ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার আসলে কার ঝুলিতে যায়।

তথ্যসূত্র: রিপাবলিক ওয়ার্ল্ড


#ডোনাল্ড_ট্রাম্প #নোবেল_শান্তি #ভারত_পাকিস্তান #আন্তর্জাতিক #AmerBangladesh

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

About Us

Amerbangladesh.xyz একটি স্বাধীন অনলাইন নিউজ ওয়েবসাইট, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ সংবাদ সহজ ও নির্ভরযোগ্যভাবে প্রকাশ করা হয়। আমরা সত্য, নিরপেক্ষতা ও পাঠকের আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তথ্যভিত্তিক কনটেন্ট উপস্থাপন করি।