বিস্তারিত:
ইরানের খোরামাবাদ শহরে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন বিপ্লবী গার্ড নিহত হয়েছেন। শনিবার (২১ জুন) ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ইসরায়েলি বাহিনী শহরটিতে ব্যাপক হামলা চালিয়ে বহু স্থাপনা ধ্বংস করেছে। নিহত পাঁচজন তাদেরই সদস্য।
এর আগে খবরে আসে, আইআরজিসির ড্রোন ইউনিটের শীর্ষ দুই কমান্ডার নিহত হয়েছেন। প্রধান নিহতের পর দায়িত্ব নিয়েছিলেন দ্বিতীয় কমান্ডার—তিনিও ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর দাবি, তারা ইরানের ইউএভি (ড্রোন) ইউনিটের নতুন কমান্ডার আমিন পুর জোদখিকে লক্ষ্য করে হামলা চালায়, যেখানে তিনি নিহত হন। এই কমান্ডার দক্ষিণ-পশ্চিম ইরান থেকে ইসরায়েলের দিকে ড্রোন হামলার তত্ত্বাবধান করছিলেন।
এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, ইরানের কুদস ফোর্সের ফিলিস্তিনি কর্পসের কমান্ডার সাইদ ইজাদিও নিহত হয়েছেন। তিনি কোম শহরের একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলায় মারা যান। কাটজ দাবি করেন, ইজাদি হামাসকে অস্ত্র ও অর্থায়নে সহযোগিতা করেছিলেন এবং ৭ অক্টোবরের হামলার পেছনে ভূমিকা ছিল তার।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ইজাদির মৃত্যু ইসরায়েলি গোয়েন্দা ও সেনাবাহিনীর বড় অর্জন। ইসরায়েলের দীর্ঘ হাত তার শত্রুদের কাছে পৌঁছাতে থাকবে।’
এই ঘটনায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়েছে।
তথ্যসূত্র: রয়টার্স
#ইরান #ইসরায়েল #মধ্যপ্রাচ্য #বিপ্লবীগার্ড #AmerBangladesh
