Subscribe Us

নেত্রকোনায় বিএনপি নেতার গুদামে মিলল ৩০৪ বস্তা সরকারি চাল

 প্রকাশিত: ২১ জুন ২০২৫

✍️ আমার বাংলাদেশ ডেস্ক


নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মো. খোকন আহমেদের মালিকানাধীন গুদাম থেকে ৩০৪ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে সেনাবাহিনী। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় বিশেষ অভিযানে পৌর শহরের বাদে আঠারো বাড়ি এলাকার মেসার্স নাহার ট্রেডার্সের গুদাম থেকে এসব চাল জব্দ করা হয়।


অভিযানের সময় অভিযুক্ত খোকন আহমেদ পালিয়ে যান।

উদ্ধার করা চালের পরিমাণ ১৩ হাজার ৫১৫ কেজি। বাজারমূল্য প্রায় ৫ লাখ ৬৭ হাজার টাকা।


🎯 কী ঘটেছিল?


সেনা সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে দরিদ্রদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল গোপনে নিজের গুদামে মজুত করেন বিএনপি নেতা খোকন আহমেদ। অভিযান টের পেয়ে তিনি চালগুলো ভ্যানে করে সরানোর চেষ্টা করেন। সেনা সদস্যরা ভ্যানসহ চাল আটক করে পুনরায় গুদামে নিয়ে আসেন।


❗ প্রশাসনের অবস্থান


জব্দ করা চাল বর্তমানে কেন্দুয়া উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে। এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন উঠেছে।


কেন্দুয়া থানার ওসি জানিয়েছেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও ইমদাদুল হক তালুকদার ছুটিতে থাকলেও ফিরে এসে তদন্তের আশ্বাস দিয়েছেন।


📌 স্থানীয়দের প্রশ্ন


সরকারি চাল চুরি করে গুদামে রাখার মতো অপরাধে এখনও ব্যবস্থা না নেওয়া নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তের রাজনৈতিক প্রভাবের কারণেই প্রশাসন গড়িমসি করছে।



---


📢 আমার বাংলাদেশ সব সময় সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রচারে অঙ্গীকারবদ্ধ।


#নেত্রকোনা #সরকারিচাল #বিএনপি #বাংলাদেশসংবাদ #আমারবাংলাদেশ #বাংলাদেশনিউজ #ভিজিএফ #ত্রাণচুরি #নেত্রকোনা_সংবাদ #BNP


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!