প্রকাশিত: ২৩ জুন ২০২৫
✍️ আমার বাংলাদেশ ডেস্ক
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় এবার চীনের দ্বারস্থ হয়েছে যুক্তরাষ্ট্র। ইরানকে যেন যুদ্ধ থেকে সরে আসতে বোঝায়—এমন অনুরোধই করছে ওয়াশিংটন।
🇺🇸➡️🇨🇳 বেইজিংকে ‘বিশেষ দায়িত্ব’ পালনের আহ্বান
রোববার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে জরুরি ফোনালাপ করেন।
সূত্র মতে,
"ইরান যেন হামলা বন্ধ করে এবং উত্তেজনা না বাড়ায়, সেই ভূমিকা নিতে হবে চীনকে। ইরানের ওপর চীনের যথেষ্ট প্রভাব রয়েছে।"
🏛️ কূটনৈতিক প্রচেষ্টার অংশ
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ এড়াতে চাইছে, তবে ইসরায়েলের পাশে থাকার কথাও স্পষ্ট করছে।
চীন ইরানের প্রধান অর্থনৈতিক অংশীদার হওয়ায় তেহরানের ওপর চাপ সৃষ্টি করার জন্যই ওয়াশিংটনের এই উদ্যোগ।
⚠️ বেইজিং কী বলেছে?
এখন পর্যন্ত চীন আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে ধারণা করা হচ্ছে, চীন শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিতে পারে।
📌 পটভূমি
এর আগে যুক্তরাষ্ট্র ইরানের ফোর্ডো, নাতানজ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। এরপর থেকে ইরানও দফায় দফায় ইসরায়েলকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
