📅 প্রকাশিত: ২৩ জুন ২০২৫
✍️ আমার বাংলাদেশ ডেস্ক
মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে এবার আরেক দেশ থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আলজাজিরা ও ফারস নিউজ এজেন্সি-র বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
🚀 ইসরায়েলের আকাশে সাইরেন
সোমবার (২৩ জুন) ভোরে ইসরায়েলের আকাশে সাইরেন বেজে ওঠে। তবে ইরান নয়, এই হামলা চালিয়েছে ইয়েমেন।
আধা সরকারি বার্তাসংস্থা ফারস নিউজ জানায়, ইসরায়েলের সামরিক ও কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
⚠️ ‘অপারেশন ট্রু প্রমিজ’: আরও হামলা আসছে
প্রতিবেদনে বলা হয়েছে,
"অপারেশন ট্রু প্রমিজ"-এর আওতায় ২১তম হামলা এখনো চালানো হয়নি। এর আগে ২০ দফা হামলা চালিয়েছে ইরান। ইয়েমেন থেকেও এভাবে যুক্ত হওয়ায় আঞ্চলিক সংঘাত আরও জটিল আকার নিচ্ছে।
🗯️ পটভূমি: ইসরায়েল-ইরান সংঘাত
১৩ জুন ইসরায়েলের চালানো ভয়াবহ হামলায় ইরানের ৪০০+ মানুষ নিহত হন। নিহতদের মধ্যে সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ নাগরিক ছিলেন।
এরপর থেকেই পাল্টা প্রতিক্রিয়ায় ‘অপারেশন ট্রু প্রমিজ III’ চালাচ্ছে ইরান। ২২ জুন পর্যন্ত ইরান ২০ দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
📌 ক্ষয়ক্ষতির বিস্তারিত
এই ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। উদ্ধার ও অনুসন্ধান কাজ চলছে।
