📋 সংবাদ প্রতিবেদন (News Body):
বাগেরহাট জেলার মোংলা উপজেলার চিলা ইউনিয়নে বিএনপি নেতার ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ জুলাই) বিকেলে চিলা ইউনিয়নের বৌদ্ধমারী বাজারে এ হামলায় বিএনপি চিলা ইউনিয়নের কোষাধ্যক্ষ বাবুল হাওলাদারসহ পাঁচজন আহত হন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চায়ের দোকানে বসে স্থানীয় ইলিয়াস জমাদ্দার সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকার না করতে বললে তার সঙ্গে কাদের জমাদ্দারের বাগবিতণ্ডা হয়। বিষয়টি মীমাংসার জন্য শালিস করতে গেলে বাবুল হাওলাদার, ইলিয়াস জমাদ্দার, মো. জ্যাকি ও আরও কয়েকজনের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
অভিযুক্তরা হলেন—কাদের জমাদ্দার, আলামিন জমাদ্দার, মামুন জমাদ্দার, জাহিদ বেপারী প্রমুখ। তারা চাইনিজ কুড়াল ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন আহতদের।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, বাবুল হাওলাদার, ইলিয়াস জমাদ্দার ও মো. জ্যাকির মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
হামলার পরপরই আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান বিএনপি নেতাকর্মীরা। তারা দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবি জানান।
মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন “আমার দেশ”-কে জানান:
“ঘটনার প্রেক্ষিতে রিয়াদ জমাদ্দার বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।”