জামালপুর প্রতিনিধি:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল ক্ষোভ প্রকাশ করে বলেছেন,
“হায়রে ছাত্রদল! আমরা ছাত্র সমাজকে নেতৃত্ব দেবো, কিন্তু নেতৃত্ব দেওয়ার ন্যূনতম যোগ্যতাও আমাদের নেই।”
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে এ কথা বলতে শোনা যায়। ভিডিওটি শনিবার (১৮ অক্টোবর) বিকেলে জামালপুরের মাদারগঞ্জের বীরগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক সভায় ধারণ করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, এ সভার আয়োজন করেছিল মাদারগঞ্জ উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল।
🎤 ‘ডাকসুর পূর্ণরূপ জানে না ছাত্রদল!’
সভায় বাবুল বলেন,
“মাদারগঞ্জের ছাত্রদলের নেতাদের আমি জিজ্ঞাসা করলাম — ডাকসুর পূর্ণরূপ কী? কেউ বলতে পারল না। হায়রে ছাত্রদল! নেতৃত্ব দেওয়ার ন্যূনতম যোগ্যতা আমাদের নাই বলেই ডাকসু, জাকসু, চাকসু, রাকসুতে ওরা (শিবির) জেতে।”
তিনি আরও বলেন,
“চারটি বিশ্ববিদ্যালয়েই একটি বিশেষ ছাত্র সংগঠন বিপুল ভোটে জয়লাভ করেছে। কারণ আমাদের যোগ্যতা নাই, মেধা নাই, কর্ম নাই। সাধারণ ছাত্র-ছাত্রীদের সঙ্গে সম্পর্ক নাই। কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের ইতিবাচক কোনো কাজ নাই।”
📊 ‘মানুষের মন জয় করতে পারছি না’
বিএনপি নেতা আরও বলেন,
“আল্লাহ এবার ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় নেবে ঠিকই, কিন্তু মানুষের মন জয় করতে না পারলে আমরা বেশিদিন টিকতে পারব না। ভোট কমছে, সমর্থনও কমছে।”
🎓 ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেরা মেধাবীরা’
বাবুল বলেন,
“ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশের সেরা মেধাবীরা পড়ে। তারা ভোট দেয় না—এটাই বাস্তবতা। কারণ আমরা তাদের মন জয় করতে পারিনি।”
📲 ভিডিও ভাইরাল, প্রতিক্রিয়ায় সরব ছাত্রদল নেতারা
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ নানান মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন।
উল্লেখ্য, মোস্তাফিজুর রহমান বাবুল বর্তমানে জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন।
