Subscribe Us

ইরানে ৫৪ মোসাদ গুপ্তচর গ্রেপ্তার, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

 



বিস্তারিত:
ইরান ও ইসরায়েল সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। এই টানটান উত্তেজনার মধ্যেই ইরান বড়সড় অভিযানের মাধ্যমে ৫৪ জন গুপ্তচরকে গ্রেপ্তার করেছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ-এর সঙ্গে সরাসরি সম্পর্ক থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

শনিবার (২১ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে ইরানি নিরাপত্তা বাহিনী। প্রসিকিউটর অফিসের বিবৃতি অনুযায়ী, এই ব্যক্তিদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, শত্রু দেশের জন্য তথ্য সংগ্রহ, গুজব ও ভুয়া তথ্য ছড়িয়ে ইরানের সামাজিক স্থিতিশীলতা বিনষ্টের অভিযোগ আনা হয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানায়, আটক ব্যক্তিদের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সরাসরি যোগাযোগ থাকার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করছে রাষ্ট্রপক্ষ।

প্রসঙ্গত, ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানোর মাধ্যমে এই সামরিক সংঘাতের সূচনা করে। জবাবে ইরানও পাল্টা হামলা শুরু করে।

সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলের দাবি, ইরানের হামলায় তাদের ২৫ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। অন্যদিকে, ইরানের সরকারি হিসাব অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৩৯ জন নিহত এবং ১,৩০০ জনের বেশি আহত হয়েছে।

মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ক্রমেই আরও জটিল আকার ধারণ করছে।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

#ইরান #মোসাদ #ইসরায়েল #মধ্যপ্রাচ্য #গুপ্তচর #AmerBangladesh


ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যেই ৫৪ জন মোসাদ সংশ্লিষ্ট গুপ্তচর গ্রেপ্তারের দাবি করেছে ইরান। ইসরায়েলি হামলায় ইরানে ৬০০-র বেশি নিহত। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!