বিস্তারিত:
ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে সমর্থনের কথা ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ‘ইরান যদি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করতে চায়, তাতে রাশিয়ার কোনো আপত্তি নেই। বরং আমরা সহযোগিতায় প্রস্তুত।’—খবর আনাদুলু এজেন্সির।
সাক্ষাৎকারে পুতিন দাবি করেন, এখন পর্যন্ত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ইরানের পরমাণু অস্ত্র তৈরির কোনো প্রমাণ পায়নি। তিনি আরও উল্লেখ করেন, ইরানে ধর্মীয়ভাবে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করা হয়েছে, যা বিষয়টিকে আরও পরিষ্কার করে দেয়।
পুতিন বলেন, ‘রাশিয়া সবসময় পারমাণবিক অস্ত্র বিস্তারের বিরুদ্ধে। তবে শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারে আমরা সহযোগিতা করি।’
উল্লেখ্য, ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইসরায়েলের টানা হামলার জবাবে ইরান পাল্টা হামলা চালিয়েছে। দুই পক্ষের সংঘর্ষে প্রাণহানি হয়েছে শতাধিক মানুষের।
বিশ্লেষকদের মতে, এমন উত্তপ্ত পরিস্থিতিতে রাশিয়ার এই ঘোষণা ইরানের জন্য বড় কূটনৈতিক সহায়তা হিসেবে বিবেচিত হবে। বিশেষ করে পশ্চিমা বিশ্বের চাপের মুখে ইরান কিছুটা কৌশলগত সুবিধা পেতে পারে।
তথ্যসূত্র: আনাদুলু এজেন্সি
#ইরান #রাশিয়া #পুতিন #পরমাণুশক্তি #মধ্যপ্রাচ্য #AmerBangladesh
ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে সহযোগিতার ঘোষণা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। উত্তপ্ত ইরান-ইসরায়েল সংঘাতের মাঝেই রাশিয়ার এই সমর্থন কূটনৈতিকভাবে ইরানের জন্য বড় সহায়তা।.png)