📅 প্রকাশিত: ২২ জুন ২০২৫
✍️ আমার বাংলাদেশ ডেস্ক
যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনায় হামলার পর ইরানকে সংঘাত না বাড়ানোর আহ্বান জানিয়েছে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য।
রোববার (২২ জুন) এক যৌথ বিবৃতিতে তিন দেশ এই আহ্বান জানায়। খবর আনাদোলু এজেন্সির।
⚠️ ‘অবিলম্বে সংঘাত কমান’— পশ্চিমা দেশের আহ্বান
বিবৃতিতে বলা হয়েছে,
"এ অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা থেকে ইরানকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। উত্তেজনা বৃদ্ধির পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধানের পথে আসুন।"
তিন দেশের যৌথ বিবৃতিটি আসে যুক্তরাষ্ট্রের ফোর্ডো, নাতানজ এবং ইসফাহানে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কয়েক ঘণ্টা পর।
🗯️ ‘পারমাণবিক কর্মসূচির বিষয়ে আলোচনায় বসুন’
বিবৃতিতে আরও বলা হয়েছে,
"আমরা ইরানকে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে আহ্বান জানাচ্ছি। শান্তি প্রতিষ্ঠা ও ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকতে চাই।"
তারা আরও জানিয়েছে,
"ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না— এই অবস্থানেই অনড় থাকব।"
📌 পটভূমি
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ফোর্ডোতে ছয়টি বাঙ্কার-বাস্টার বোমা এবং নাতানজ-ইসফাহানে সাবমেরিন থেকে নিক্ষেপিত ক্রুজ মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে।
এই হামলার প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় পাল্টা মিসাইল হামলা চালিয়েছে, যাতে এ পর্যন্ত অন্তত ২৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
