নিজস্ব প্রতিবেদক | আমার বাংলাদেশ
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ১৬ ঘণ্টা পর সাভার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে মিরপুর সরকারি বাঙলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পুলিকে।
গত রোববার (২৯ জুন) সকাল ৮টায় পরীক্ষা দিতে বাসা থেকে বের হয় মাহিরা। কিন্তু ওইদিন আর পরীক্ষা কেন্দ্রে পৌঁছাননি তিনি। পরিবার পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিয়েও কোনো তথ্য না পেয়ে রাজধানীর ভাটারা থানায় একটি জিডি করে।
পরিবার ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়। অবশেষে সাভার এলাকা থেকে র্যাব সদস্যরা তাকে উদ্ধার করে। তবে উদ্ধারের সময় তার পরনে ছিল না কলেজ ড্রেস।
কীভাবে ঘটল অপহরণ?
র্যাবকে দেওয়া বক্তব্যে মাহিরা জানান,
“রাস্তায় এক মহিলা আমার সঙ্গে কথা বলেন, এরপর হঠাৎ নাকে কিছু ধরলে আমি অজ্ঞান হয়ে পড়ি। জ্ঞান ফেরার পর দেখি আমি একটি অজানা স্থানে। সেখানে আমাকে অন্য পোশাক পরানো হয়। পরে সুযোগ বুঝে পালিয়ে এসে র্যাবের গাড়ি দেখে সাহায্য চাই।”
মাহিরার ভাষ্য অনুযায়ী, অপহরণের ঘটনায় এক বা একাধিক ব্যক্তি জড়িত থাকার আশঙ্কা করা হচ্ছে।
র্যাবের বক্তব্য
র্যাব জানায়, মাহিরাকে উদ্ধারের পর তার পরিবারকে খবর দিয়ে রাতেই তাদের হাতে তুলে দেওয়া হয়। তবে মাহিরার দেওয়া বিবৃতি এখনো পুরোপুরি যাচাই করা হয়নি।
.png)